আমার যত ইন্টারভিউ
আমার প্রথম ইন্টারভিউ ছিল সেদিন যখন আমার লাস্ট সেমিস্টারের লাস্ট এক্সাম হবে। আমার বন্ধু সেখানে জয়েন করেছে কয়েক মাস আগে। ডটনেট ফ্রেমওয়ার্কে জব। এখন পরীক্ষা ও ইন্টারভিউ এর সময় এক। কি করা যায়। দেখলাম পরীক্ষা তো ওয়েব ডেভেলপমেন্ট এর উপর, ২ ঘণ্টার পরীক্ষা আধা ঘণ্টায় যদি শেষ করতে পারি, তাহলে...